শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নারী ক্রীড়াবিদদের সম্মান জানাবে ক্রীড়া লেখক সমিতি

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা উত্তর বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে যারা পরিচিতি এনে দিয়েছেন সেই সব নারী ক্রীড়াবিদদের সম্মান জানাবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। তাদের পুরস্কৃত করবে ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনটি। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা উত্তর বিভিন্ন গেমস ও টুর্নামেন্টে স্বর্ণজয়ী ১৮ জন মহিলা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হবে রানী হামিদকে। স্বর্ণজয়ী পুরস্কার প্রাপ্তরা হলেনÑ শুটার কাজী শাহানা পারভীন (১৯৯১ ও ’৯৯ সাফ গেমস), শুটার সাবরিনা সুলতানা (১৯৯৩ ও ’৯৯ সাফ গেমস), আথলেট রহিমা খানম যুঁথি (১৯৯৬ ইসলামিক সলিডারিটি গেমস), অ্যাথলেট ফৌজিয়া হুদা জুঁই (২০০১ ইসলামিক সলিডারিটি গেমস), শুটার শারমিন আক্তার (২০০৪ সাফ গেমস), শুটার তৃপ্তি দত্ত ও সৈয়দা সাদিয়া সুলতানা (২০১০ ঢাকা এসএ গেমস), শুটার শারিমন আক্তার (২০১০ ঢাকা এসএ গেমস ও কমনওয়েলথ গেমস), উশুকা ইতি ইসলাম, কারাতেকা মরিয়ম খাতুন, উসাইনু মারমা, জ উ প্রু ও মুন্নি খানম (২০১০ ঢাকা এসএ গেমস), তায়কোয়ান্ডোকা শাম্মী আক্তার ও শারমিন ফারজানা রুমি (২০১০ ঢাকা এসএ গেস) এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত (২০১৬ এসএ গেমস)। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন। এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা, সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুজ জামান রাজিব এবং আয়োজক কমিটির চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি হাসানুল্লাহ খান রানা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন