শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ব্রাদার্সের বিদায়

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে টানা তিন হারে আসর থেকে বিদায় নিলো তারুন্যের অহংকার খ্যাত ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আর টানা তৃতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেলো চট্টগ্রাম আবাহনী। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে হারায় ব্রাদার্সকে। বিজয়ী দলের হয়ে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিউক্স দু’টি ও স্থানীয় মিডফিল্ডার জাহিদ হোসেন একটি করে গোল করেন।
ম্যাচের শুরু থেকেই চট্টগ্রাম আবাহনীর খেলা দেখে মনে হয়েছে তারা একাধিক গোলেই জিতবে। বন্দর নগরীর আকাশী-হলুদরা শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল উপহার দেয়। তারা একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুলে।
তারপরও গোল পেতে তাদের প্রায় আধ ঘন্টা অপেক্ষায় থাকতে হয়। ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যেতে পারতো চট্টগ্রামের দলটি। এসময় মরক্কোর মিডফিল্ডার তারিক আল জানাবি একাই ঢুকে পড়েছিলেন ব্রাদার্স রক্ষণভাগে। বক্সের মাঝখান থেকে তিনি প্লেসি শট নেন। কিন্তু তার শট সাইড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। তবে ২৯ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিউক্স গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নিতে ভুল করেননি। তার ঠেলে দেয়া থ্রু পাস ডানপ্রান্তে ধরার জন্য এগিয়ে যাচ্ছিলেন ফরোয়ার্ড তকলিস আহমেদ। ব্রাদার্স গোলরক্ষক পিরু সামনে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়লেও বল তার হাত ফসকে বেড়িয়ে যায়। তকলিস কাট ব্যাক করেন লিওনেল প্রিউক্সকে। বল পেয়ে তিনি গোল করে উল্লাসে মাতেন (১-০)। ৫৫ মিনিটে আবারও গোল করেন লিওনেল প্রিউক্স। এসময় তকলিস আহমেদের একটি প্লেসিং শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন ব্রাদার্স ডিফেন্ডার কৃষ্ণ পদ। ফিরতি বলে নিখুঁত বাম পায়ের শটে গোল করেন প্রিউক্স (২-০)। ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে দলের পক্ষে তৃতীয় গোল করে সহজ জয় নিশ্চিত করেন জাহিদ হোসেন। ডিফেন্ডার মনির আলম তকলিসের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল হাতে লাগান তিনি। পেনাল্টি থেকে গোল করে জাহিদ (৩-০)। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে ফেনী সকারের সঙ্গে গোলশুন্য ড্র করেছে শেখ রাসেল। টানা তিন ম্যাচ হারের পর পয়েন্ট খুঁইয়েছে দলটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন