# ২২ ম্যাচ অপরাজিত আছে বেলজিয়াম। ২০১৬ সালে ইউরোর কোয়ার্টার-ফাইনালে ওয়েলসের বিপক্ষে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হেরেছিল তারা।
# টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল। সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্রয়ে শুরু করে সেলেসাওরা। পরের তিন ম্যাচে ২-০ গোলের একই ব্যবধানে হারায় কোস্টা রিকা, সার্বিয়া ও মেক্সিকোকে।
# রাশিয়ায় এখন পর্যন্ত সব ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম। গ্রপ পর্বে পানামাকে ৩-০, তিউনিশিয়াকে ৫-২ ও ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায় রবের্তো মার্তিনেসের দল। শেষ ষোলোয় জাপানের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় তুলে নেয় ইউরোপের দলটি।
# পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল টুর্নামেন্টের শেষ তিন আসরে দুইবার বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।
# বিশ্বকাপে এর আগে দুইবার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বেলজিয়াম। চার বছর আগে ব্রাজিলে গত বিশ্বকাপের শেষ আটে পৌঁছে তারা। এর আগে ১৯৮৬ সালে ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছেছিল ইউরোপের দেশটি। কিন্তু ঐ আসরের চ্যাম্পিয়ন দিয়েগো মারাদোনার আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।
# তিতের অধীনে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯টিতেই কোনো গোল হজম করেনি ব্রাজিল। বাকি ছয় ম্যাচে মাত্র একটি করে গোল হজম করেছে তারা।
# এখন পর্যন্ত চলতি আসরের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১২টি গোল করেছে বেলজিয়াম।
# বিশ্বকাপে চারবার পেনাল্টি শুট আউটের মুখোমুখি হওয়া ব্রাজিল জয় পেয়েছে তিনটিতেই। এর মধ্যে আছে ১৯৯৪ সালে ইতালির বিপক্ষে ফাইনালে পাওয়া জয়ও।
# বিশ্বকাপে নিজেদের একমাত্র পেনাল্টি শুট আউটে জয় আছে বেলজিয়ামের। ১৮৮৬ সালে কোয়ার্টার ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে সেরা চারে পৌঁছে বেলজিয়ানরা।
# রাশিয়া বিশ্বকাপে ২৪টি শট নিয়েছেন নেইমার যা অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
# চার গোল করে টুর্নামেন্টের গোলদাতাদের তালিকায় দুইয়ে আছেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু।
# দুই হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো।
# ব্রাজিলের নেইমার, ফিলিপে কৌতিনিয়ো ও ফিলিপে লুইসের একটি করে হলুদ কার্ড আছে। বেলজিয়ামের বিপক্ষে আর একটি হলুদ কার্ড দেখলে, ব্রাজিল সেমি-ফাইনালে পৌঁছালেও তারা খেলতে পারবেন না।
# বেলজিয়ামের কেভিন ডে ব্রুইনে, ইয়ান ভার্টোনেন, তমা মুনিয়ে, ইউরি টিলেমানস ও লিয়ান্ডার ডেন্ডনকার আছেন একই শঙ্কায়।
# ১৯৯০ সালের পর থেকে কখনও বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগে বাদ পড়েনি ব্রাজিল। টানা সপ্তমবারের মতো শেষ আটে খেলবে সেলেসাওরা। এর মধ্যে মাত্র দুইবারই হেরেছে তারা (২০০৬ সালে ফ্রান্স ও ২০১০ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে)।
# বিশ্বকাপের শেষ তিন আসরেই ইউরোপিয়ান দলের কাছে হেরে বিদায় নিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা (২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস ও ২০১৪ সালে জার্মানি)।
# রবের্তো মার্তিনেসের অধীনে বেলজিয়ামের হয়ে নিজের শেষ ১৮ ম্যাচে ১৯টি গোলে সরাসরি অবদান রেখেছেন এদেন আজার, নিজে দশটি করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯টি।
# ব্রাজিলের হয়ে নিজের শেষ ১৯ ম্যাচে ২০টি গোলে অবদান রেখেছেন নেইমার। নিজে করেছেন ১১টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯টি।
# চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত লক্ষ্যে থাকা পাঁচটি শটের চারটিতেই গোল করেছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু।
# ব্রাজিল ও বেলজিয়াম এর আগে চারবার পরস্পরের মুখোমুখি হয়েছে। ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোতে সবশেষ লড়াইসহ তিনটিতে জয় সেলেসাওদের। ১৯৬৩ সালে দুই দলের প্রথম লড়াইয়ে একমাত্র জয়টি পেয়েছিল বেলজিয়াম।
মন্তব্য করুন