রুশ সংবাদ সংস্থা তাসকে এমনটাই জানিয়েছেন কাজান শহরের মেয়র ইলসার মেতসিন, ‘যদি সে সামনের ম্যাচে হ্যাটট্রিক করতে পারে, তাহলে নেইমারকে জমি উপহার দেয়ার জন্য স্পন্সর খুঁজে বের করব আমরা। নেইমারের পাশের বাড়িতেই আমরা থাকছি, ভাবতে পারছেন কী আলোড়ন তুলবে ব্যাপারটা!’
এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুই গোল করেছেন নেইমার। আজ বেলজিয়ামের বিপক্ষে হ্যাটট্রিক করতে পারলে তাঁর দলের জয়ের সম্ভাবনা তো বাড়বেই, গোল্ডেন বুটের লড়াইয়েও হ্যারি কেইনের কাছাকাছি পৌঁছে যাবেন। সাথে যদি উপহার হিসেবে পেয়ে যান এক খন্ড জমিও, তাতে মন্দ কী! পারবেন নেইমার?
মন্তব্য করুন