শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

উরুগুয়েকে উড়িয়ে সেমিতে ফ্রান্স

ফ্রান্স ২-০ উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ৮:২২ পিএম | আপডেট : ১০:১৯ পিএম, ৬ জুলাই, ২০১৮

গোলরক্ষকের ভুলেই মূলত হেরেছে উরুগুয়ে -ফিফা


মাচের শুরুর দিকে কিলিয়ান এমবাপে গতির ঝলক দেখালেও প্রথম ভালো সুযোগটা পায় উরুগুয়ে। চতুর্দশ মিনিটে কর্নার থেকে হোসে হিমিনেসের হেডে নামানো বলে ক্রিস্তিয়ান স্তুয়ানি পা ছোঁয়ানোর আগেই বিপদমুক্ত করেন গোলরক্ষক উগো লরিস। পরের মিনিটে অপরপ্রান্তে ডি-বক্সে অরক্ষিত অবস্থায় থাকা এমবাপে হেডে ক্রসবারের উপর বল পাঠিয়ে সুযোগ নষ্ট করেন।

তবে ৪০তম মিনিটে লক্ষ্যে থাকা প্রথম প্রচেষ্টাতেই গোল পায় ফ্রান্স। অঁতোয়ান গ্রিজমানের ফ্রি-কিকে ডিফেন্ডার রাফায়েল ভারানের হেডে পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়।

চার মিনিট পর হেডেই সমতা ফেরানোর খুব কাছে চলে গিয়েছিল উরুগুয়ে। ফ্রান্সকে বাঁচায় লরিসের দুর্দান্ত সেভ। সেটপিস থেকে লাফিয়ে ডিফেন্ডার  মার্তিন কাসেরেসের হেড ডানে পুরো ঝাঁপিয়ে ঠেকান লরিস। খুব কাছ থেকে দিয়েগো গদিনের ফিরতি শট অনেকে উপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া উরুগুয়ে উল্টো আরও পিছিয়ে পড়ে মুসলেরার মারাত্মক ভুলে। ম্যাচের ৬১তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে গ্রিজমানের শট আয়ত্তে না নিয়ে ফেরাতে চেয়েছিলেন। বল আঙুল গলে গোললাইন পেরিয়ে যায়।

কিছুটা অনুজ্জ্বল এমবাপে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়ান অহেতুক ভান করে। ক্রিস্তিয়ান রদ্রিগেসের হালকা ছোঁয়া লেগেছিল, তাতেই মাটিতে পড়ে গড়াগড়ি খেয়ে গদিনদের খেপিয়ে দেন পিএসজির তরুণ এই ফরোয়ার্ড। খেলোয়াড়দের বিবাদ থামিয়ে রেফারি হলুদ কার্ড দেখান এমবাপে আর রদ্রিগেসকে।

এরপর চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি অস্কার তাবারেসের দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন