প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ জুলাই পাবনায় রেল লাইনের ট্রেন চলাচল উদ্বোধন করবেন । কিন্তু উদ্বোধনের আগে সেই ট্রেনে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। ট্রেনটির পাওয়ার কার থেকে ৪টি ব্যাটারী, তেল, সুইচসহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়েছে। তকে কে বা কারা চুরি করেছে সে বিষয়ে নিশ্চিত নয় রেল কর্তৃপক্ষ।
জানা গেছে, ট্রেনটি উদ্বোধনের আগে কোথাও কোন ক্রটি-বিচ্যুতি আছে কিনা তা দেখার জন্য গতকাল সকালে ঈশ্বরদী রেলওয়ের ইয়ার্ডে সীলগালা করে রাখা পাওয়ার কার পরিদর্শনে যান ডিপো ইনচার্জ গোলাম হাক্কানীসহ রেলওয়ের কয়েকজন প্রকৌশলী ও কর্মচারী। তারা সীলগালা খুলে দেখতে পান পাওয়ার কার থেকে ব্যাটারী, তেল, সুইচসহ অন্যান্য সামগ্রী চুরি হয়ে গেছে। চোর বা চোর দল কখন এই চুরি সংঘটিত করেছে তা নিশ্চিত করে বলতে পারছেন না। রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী প্রদীপ কুমার সাহা এবং অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন । তবে এ ব্যাপারে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন