সিলেট সিটি নির্বাচন নিয়ে বিএনপির টানাপড়েন ক্রমশ বাড়ছেই। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনীত করেন। দল থেকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা বিষয়টি মেনে নিলেও এটি মানেননি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। পুরাদস্তুর প্রচার-প্রচারণায় রয়েছেন।
সর্বশেষ তিনি রবিবার (৮ জুলাই) দুপুরে আয়োজন করেছেন একটি সংবাদ সম্মেলনের। সেখানে ‘কি বিষয় নিয়ে’ কথা বলবেন সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। দলের নেতাকর্মী ও সেলিমের শুভাকাঙ্ক্ষী সকলের মনে একই প্রশ্ন- প্রত্যাহার না প্রস্তুতি? কেন সেলিম গণমাধ্যমের সামনে কথা বলতে চান?’
নাগরিক কমিটি ব্যানারে মেয়রপদে নির্বাচনের লক্ষ্যে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত তিনি মাঠে কাজ করছেন। প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন নগরীর পাড়া-মহল্লায়। আর তাই বেশ বিপাকে রয়েছে সিলেট বিএনপি। এখনো নির্বাচনী রোডম্যাপ ঘুঁচিয়ে আনতে পারেনি তারা।
এদিকে শুক্রবার থেকে একটি গুঞ্জন শোনা যাচ্ছে- ‘বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম বিএনপির হাই কমান্ডের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিষয়টি খোলাসা করবেন।’ তবে এমন বিষয়টি সম্পূর্ণই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন- ‘কি কারণে তিনি প্রার্থী হচ্ছেন? তিনি নির্বাচিত হলে জনগণকে কি কি সুবিধা বা সেবা দিবেন এসবই তুলে ধরবেন সংবাদ সম্মেলনে।
বদরুজ্জামান সেলিম বলেন- সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠেনা। যতোই শাস্তি আসুক না কেন আমিই শেষ ব্যক্তি সরে দাঁড়াবো না। ৩০ জুলাই সিলেটবাসী প্রমাণ করবে তারা কাকে চান?’
রবিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম। বদরুজ্জামান সেলিমের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আপাতত আপনাদের শুধু এইটুকুই বলতে পারি যে, আমি ‘ডিটারমাইন্ড’। বিস্তারিত বলবেন রবিবার সংবাদ সম্মেলনে।’ কি বলতে চান এমন প্রশ্নের উত্তরে তিনি জানান- নির্বাচন থেকে সরে আসার ‘টার্গেট’ নিয়ে প্রার্থী হননি। তার ‘টার্গেট’ জনগণের সেবা করা। আমি মাঠে আছি। মাঠেই থাকবো।
অন্যদিকে বৃহস্পতিবার শহরতলির খাদিমনগরের সূচনা কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির কর্মীসভায় দলীয় দলের কেন্দ্রীয় সদস্য ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বদরুজ্জামানের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন- ‘বিএনপির জন্য বদরুজ্জামান সেলিমের অনেক ত্যাগ, অবদান রয়েছে। আমি আশাবাদী তিনি দলের স্বার্থে আমার পাশে এসে দাঁড়াবেন।’
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- ‘আমরা আশাবাদী বদরুজ্জামান সেলিম মনোনয়ন প্রত্যাহার করবেন। এরকমই কথাবার্তা চলছে। রবিবার সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি তিনি খোলাসা করতে পারেন।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন