সিরিয়ায় গোলান মালভূমিতে একটি সেনাক্যাম্প লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর আগে সিরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে নিক্ষেপের অভিযোগ করে ইসরাইল। এর পর পরই ইসরাইল ওই সেনা ক্যাম্প লক্ষ্য করে বিমান হামলা চালায়। সিরিয়ার সরকারপন্থি সশস্ত্র গ্রুপের একজন কমান্ডার জানিয়েছেন, গোলান মালভূমিতে সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের খান আরনাবেহ গ্রামে শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন