সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ৬:০৩ পিএম

৪১ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন ফখর জামান


২ রানে ২ উইকেট হারিয়ে কী চাপেই না পড়েছিল পাকিস্তান! তবে সেই চাপ উড়ে গেল ফখর জামানের ঝোড়ো ব্যাটিংয়ে। বাকি কাজটা সারলেন শোয়েব মালিক। তাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতল সরফরাজ আহমেদের দল।

প্রাথমিক পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় হেরেছিল পাকিস্তান। তবে ফিরতি দেখায় অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা নেয় প্রতিশোধ। রোববারের ফাইনালে অস্ট্রেলিয়াকে আরেকবার হারিয়ে চ্যাম্পিয়নও হলো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তান সেটি পেরিয়ে যায় ৬ উইকেট আর ৪ বল হাতে রেখেই।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটিই। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে ১৭৬ রান তাড়া করে জয় ছিল আগের রেকর্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন