সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তান সেরা এ কারণেই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৫ এএম

রান তাড়ায় নিজেদের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-২০ সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদের দলের এটি টানা নবম টি-২০ সিরিজ জয়ের রেকর্ড।
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে কেন তারা এক নম্বর তার প্রমাণ এদিন তারা দিয়েছে দুই পর্বেই। প্রথমে বল হাতে, এরপর ব্যাটিংয়ে। দশ ওভারে বিনা উইকেটে ৯৫ রান তুলে ফেলা অজিদের বাকি ৮৮ রানে আট উইকেট তুলে নেন আমির-শাবদ খানরা। দুই ওপেনার ডি’অর্চি শর্টের ক্যারিয়ার সেরা ৫৩ বলে ৭৩ ও অ্যারোন ফিঞ্চের ২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসের পরও তাই অজি সংগ্রহ আটকে যায় ৮ উইকেটে ১৮৩ রানে। ৩৩ রানে তিন উইকেট নেন আমির, ৩৮ রানে দুটি নেন শাদব খান।
জবাবে প্রথম ওভারেই দুই রানে দুই উইকেট নেই পাকিস্তানের! সেই স্কোরবোর্ডই ১৯.২ ওভার শেষে চার উইকেটে ১৮৭! প্রথমিক ধাক্কা সামাল দেন দলপতি সরফরাজ (১৯ বলে ২৮), চতুর্থ উইকেটে একশোর্ধো রানের জুটিতে ম্যাচ নিয়ন্ত্রণে নেন ফখর জামান ও শোয়েব মালিক। ৪৬ বলে ১২টি চার ও ৩ ছক্কায় ক্যারিয়ার সেরা ৯১ রানের ইনিংস খেলে ফখর যখন আউট হন জয় তখন সময়ের ব্যাপার। আসিফ আলিকে (১১ বলে ১৭*) নিয়ে সেটা নির্বিঘেœ সম্পন্ন করে মাঠ ছাড়েন ঠান্ডা মাথার শোয়েব মালিক (৩৭ বলে ৪৭)। ম্যাচ সেরার সঙ্গে ৫ ম্যাচে ২৭৮ রান করে সিরিজসেরার পুরষ্কারও জিতে নেন ফখর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন