শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

সতর্ক দেশম সাবধানী মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১০:০৬ পিএম

ফাইনালের টিকিট পেতে আজ লড়বে ফ্রান্স ও বেলজিয়াম। এই সেমিকে সামনে রেখে সর্তক অবস্থানে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বেলজিয়ামকে শক্ত প্রতিপক্ষ ভেবেই জয়ের ছক কষছেন তিনি, ‘বেলজিয়াম কতটা শক্তিশালী দল, তারা তা প্রমাণ করেছে। আমাদের লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বেলজিয়াম। তবে আমরা সর্তক। এ বিষয়টিই ভালোভাবে দলের খেলোয়াড়দের বুঝাতে চেষ্টা করছি।’ এবার বেলজিয়ামের এতদুর পথচলার পেছনে অন্যতম অবদান নেপথ্যে থাকা সহকারী কোচ থিয়েরি অঁরির। সাবেক ফ্রেঞ্চম্যানের ট্যাকটিক্সের ওপর ভিত্তি করেই সাফল্যের ইতিহাসে চোখ কোচ রবার্তো মার্টিনেজের, ‘আমরা আমাদের সেরাটা দিয়েই এই পর্যন্ত এসেছি। ছেলেরা তাদের সর্বোচ্চটি দিয়েছে। তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং সামনে কি করতে হবে তা-ও জানে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন