নীলফামারীর জলঢাকা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুলাল চন্দ্র রায় (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুলাল উপজেলার পশ্চিম বালাগ্রামের মৃত দীন রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডোমার উপজেলা থেকে রংপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক জলঢাকা উপজেলার ডাকবাংলোর সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুলালের মৃত্যু হয়।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন