শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

বেলজিয়ামের হৃদয় ভেঙে ফাইনালে ফ্রান্স

ফ্রান্স ১-০ বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম | আপডেট : ২:২৪ এএম, ১১ জুলাই, ২০১৮

বিরতি থেকে ফিরে হেডে দারুণ এক গোল করে ফ্রান্সকে এগিয়ে দেয়ার উল্লাস উমতিতির -ফিফা


পরের মিনিটে আবারও ডি-বক্স থেকে জোরালো শট নিয়েছিলেন আজার। ডিফেন্ডার রাফায়েল ভারানে কোনোমতে মাথা লাগানোয় বল ক্রসবারের উপর দিয়ে যায়।

২২তম মিনিটে দুর্দান্ত সেভে বেলজিয়ামকে গোলবঞ্চিত করেন হুগো লরিস। কর্নার থেকে বল পেয়ে ডি-বক্স থেকে টবি আল্ডারভাইরেল্ডের আচমকা শট ফেরান ডানে ঝাঁপিয়ে।

৩৯তম মিনিটে দারুণ সেভে ফ্রান্সকেও গোল করতে দেননি কর্তোয়া। কিলিয়ান এমবাপের বাড়ানো বল ধরে বাঁজামাঁ পাভার্দের কোনাকুনি শট ঠেকান পা বাড়িয়ে।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল বেলজিয়ামের। কিন্তু প্রথম সুযোগেই গোল পেয়ে যায় ফরাসিরা। গ্রিজমানের কর্নারে লাফিয়ে উঠে হেডে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান বার্সেলোনার ডিফেন্ডার উমতিতি।

চার মিনিট পর এমবাপের দারুণ ব্যাকহিলে বল পেয়ে শট নিয়েছিলেন অলিভিয়ে জিরুদ। তবে গোলের দেখা পাননি আর্সেনালের এই ফরোয়ার্ড।

বদলি হিসেবে নেমেই ড্রিস মের্টেন্স সমতা ফেরানোর দ্রুত দুটো সুযোগ তৈরি করেছিলেন। ৬১তম মিনিটে তার কাছ থেকে বল পেয়ে ঠিকমতো ভলি নিতে মারেননি অনেকটা ফাঁকায় থাকা ডে ব্রুইনে। আর চার মিনিট পর মের্টেন্সের ক্রসে মারোয়ান ফেলাইনির হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

৮১তম মিনিটে আক্সেল উইতসেলের বাঁক খাওয়া শট ফিরিয়ে আবারও ফ্রান্সের ত্রাতা লরিস।

যোগ করা ছয় মিনিটে গ্রিজমান আর কোরোঁতাঁ তোলিসোর দুটো শট ঠেকিয়ে ব্যবধান বাড়াতে দেননি কোর্তোয়া।

এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে সবশেষ ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল ফরাসিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Noor Ul Islam ১১ জুলাই, ২০১৮, ৩:০৪ এএম says : 0
ফ্রান্স ভালো খেলেছে,তবে বেলজিয়াম আজকে সেই খেলা দেখাতে পারেনি যা ইতিপূর্বে খেলে সেমিফাইনালে উঠেছিলো।
Total Reply(0)
কাউছার আহমেদ ১১ জুলাই, ২০১৮, ৩:০৪ এএম says : 0
দুই-দলই অসাধারন খেলেছ তাতে কোনো সন্দেহ নেই,,বেলজিয়াম শত চেষ্টা করেও তাদের গন্তব্যে পৌছতে পারলো না,,,বিজয় এর পতাকা ফ্রান্স এর হাতে
Total Reply(0)
Sribas Kumar ১১ জুলাই, ২০১৮, ৩:০৪ এএম says : 0
অভিনন্দন ফ্রান্স।
Total Reply(0)
গিয়াস ১১ জুলাই, ২০১৮, ৩:০৫ এএম says : 0
নাইস প্লেড এমবা্প্পে Congratulations France
Total Reply(0)
Abdul Quddush Paban ১১ জুলাই, ২০১৮, ৩:০৬ এএম says : 0
কাপ ফ্রান্সের।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন