অরুয়াইল-সরাইল সড়ক বর্ষার আগে সংস্কার না হলে সমপূর্ণভাবে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন চুন্টা, অরুয়াইল, পাকশিমুল এবং নাসিরনগর উপজেলার চাতলপাড় এই চার ইউনিয়নবাসীর জেলা সদরে আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি। প্রতিদিন এই চার ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ এই রাস্তা দিয়ে জেলা সদরসহ অন্যান্য উপজেলা সদরে আসা-যাওয়া করে। এই ভাঙা সড়কে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পুরো সড়কে অসংখ্য গর্ত। গাড়ি কচ্ছপ গতিতে হেলেদুলে চলে। ১ ঘণ্টার রাস্তা ৩ ঘণ্টায় যেতে হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে ১২ কিলোমিটার সড়কের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের অবস্থা খুবই নাজুক। গত বন্যার সময় পানির প্রচÐ ঢেউয়ের তোড়ে একপাশের বøক সরে মাটি ধসে পড়েছে পাশের ফসলি জমিতে। এক মাসের মধ্যে সড়কটি মেরামত করা না হলে এর আশিভাগ অংশই হাওরে বিলীন হয়ে যেতে পারে। তখন চার ইউনিয়নবাসীর দুর্ভোগের শেষ থাকবে না। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন