স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ের তিন মাস আগেই পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনুস। পরবর্তী কোচ কোজের কাজটিও তাই আগেভাগেই শুরু করতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। ক্রিকেট বিশ্বের সবচেয়ে ‘আলোচিত’ কোচের চেয়ারে বসার প্রতিযোগিতায় বেশ এগিয়ে প্রাক্তন অজি তারকা ব্যাটসম্যান ডিন জোন্স। একই দলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মহসিন খানকে ম্যানেজার এবং প্রধান নির্বাচক হিসেবে ইকবাল কাশিমকে বেছে নিয়েছে পাকিস্তান পিসিবি। এশিয়া কাপ এবং সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের জের ধরে বদলে ফেলা হলো পাকিস্তানের ম্যানেজমেন্ট। এর আগে পাকিস্তান টি২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান শহীদ আফ্রিদি।
পিসিবির তরফ থেকে কোচের পদের জন্য আবেদন করতে বলা হয়েছিল আগ্রহী প্রার্থীদের। পিসিবির পক্ষ্য থেকে এজন্য দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরাম এবং রমিজ রাজাকে। শোনা যাচ্ছে, জোন্সের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন আকরাম-রমিজ। দুজনেরই পছন্দ জোন্স। অবশ্য এর পেছনে কারণও আছে। পাকিস্তান দল সম্পর্কে বেশ ভালো ধারণা আছে জোন্সের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড চ্যাম্পিয়ন হয় তো জোন্সের হাত ধরেই। জোন্সের সঙ্গে সেখানে ছিলেন আকরামও। সেখানেই তিনি খুব কাছে থেকে দেখেছেন জোন্সের কোচিং দর্শন। তবে পাকিস্তানের কোচ হিসেবে আরেকজন অস্ট্রেলিয়র কথা ভেবেছিল পিসিবি। তিনি হলেন টম মুডি। কিন্তু মুডিকে পাওয়া তাদের জন্য একটু দূরহই হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন