শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

সাম্পাওলিকে বরখাস্ত করলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ৬:৪২ পিএম

বাছাইপর্ব কোনরকমে পার হয়ে বিশ্বকাপে উঠলেও দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। আর সেই ব্যর্থতায় সাম্পাওলিকে ছাঁটাই করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

বড় আশা নিয়ে হোর্হে সাম্পাওলিকে কোচ নিয়োগ দিয়েছিল আর্জেন্টিনা। উদ্দেশ্য বেহাল দশা থেকে দলকে তুলে আনবেন তিনি। কিন্তু তা আর হয়ে উঠল না। রাশিয়ার বিশ্বকাপে নানা কারণে আলোচিত ছিলেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি।

বিভিন্ন কম্বিনেশনে দলকে মাঠে নামানো, সিনিয়র খেলোয়াড়দের সাথে দূরত্ব, দ্বন্দ্ব সব মিলিয়ে দলের সাথে ভাল সময় যাচ্ছিল না চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচের। সাম্পাওলিকে ছাঁটাই করলেও ক্ষতিপূরণ বাবদ তাকে ১৪ মিলিয়ন ডলার দেবে আর্জেন্টিনা।

২ মিলিয়ন ডলার করে ৭ বছরে এ টাকা পরিশোধ করা হবে। দেড় বছর দায়িত্বকালে সাম্পাওলির অধীনে ১৪ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যার মধ্যে ৭টিতে জয়, ৪টি ড্র ও ৩ ম্যাচে হেরেছে তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন