বিশেষ সংবাদদাতা : ২০১০-১১ মওশুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনীর সর্বশেষ ট্রফি জয়ে রেখেছেন অবদান কোচ খালেদ মেহমুদু সুজন। ঘরোয়া ক্রিকেটে ট্রফি ভাগ্যে অনন্য হয়ে ওঠা এই কোচ ২০১৪-১৫ ক্রিকেট মওশুমে প্রাইম ব্যাংককে উপহার দিয়েছেন তিন তিনটি ট্রফি (বিজয় দিবস টি-২০, বিসিএল এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ)। এমন এক কোচকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে ছুটিয়ে আনায় আবাহনী অফিসিয়ালরা এখন দেখছে শিরোপা স্বপ্ন। শিরোপাহীন ৪ বছর কাটানোর যন্ত্রণা ভুলতে চায় এবার ঢাকার ক্লাব ক্রিকেটে সর্বাধিক ১৭ বারের চ্যাম্পিয়ন দলটি। প্লেয়ার্স ড্রাফটে লটারী ভাগ্যে কাগজে-কলমে সেরা দল গঠনে সে ভরসাই পাচ্ছে আবাহনী। দুই আইকন তামিম সাকিব ছাড়াও লিটন মোসাদ্দেক সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন , সাকলায়েন সজীব, আবুল হাসান রাজু, জুবায়ের হোসেন লিখনদের মতো পারফরমারদের পেয়েছে আবাহনী। কোচ হিসেবে খালেদ মেহমুদ সুজনকে পেয়ে সে স্বপ্ন ডালাপালা মেলেছে আরো।
আবাহনী অফিসিয়ালদের আস্থার প্রতিদান দিয়ে শিরোপা উপহার দেয়ার টার্গেট কোচ সুজনেরÑ ‘চার বছর আগে আবাহনী সর্বশেষ যেবার শিরোপা জিতেছে, সেই দলের কোচ ছিলাম আমি। ওই একবছরই আবাহনীর কোচ ছিলাম আমি। সেই সুখস্মৃতি তো আছেই। এবার চ্যালেঞ্জটা থাকবে অন্যরকম। বলে-কয়ে তো আর চ্যাম্পিয়ন হওয়া যায় না। এটুকু বলতে পারি নিঃসন্দেহে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করবো।’
২০১৩-১৪ মওশুমে প্লেয়ার্স ড্রাফটে লটারী ভাগ্য ফেভার করেনি আবাহনীকে। সেবার পারফরমেন্সটাও ছিল না বলার মতো। এবার প্লেয়ার বাই চয়েজে ভাগ্যটা সহায় ছিল বলেই কাগজে-কলমে সেরা দলটির স্টিকার এবার লেগে গেছে আবাহনীর। তবে কাগজে-কলমে সেরা দলের স্টিকার নিয়ে আত্মতুস্টিতে ভুগতে চান না সুজন। মাঠে সেরা দল প্রমাণে করতে হবে পারফর্ম, এটাই তার দর্শনÑ ‘কাগজে-কলমে অবশ্যই আমরা সেরা টিম। কিন্তু খেলাটা মাঠের। কাগজে-কলমে যতই এগিয়ে থাকি না কেন মাঠে গিয়ে পারফরম করাটাই বেশি গুরুত্বপূর্ণ।’
গতকাল আনুষ্ঠানিকভাবে আবাহনী ক্রিকেট দল শুরু করেছে অনুশীলন। ওমরাহ পালনে সউদি আরবে অবস্থান করায় অনুশীলনের প্রথম দিন দলের সঙ্গে থাকতে পারেননি তামীম ইকবাল। মা’র অসুস্থতার জন্য মোসাদ্দেক সৈকতও গতকাল যোগ দিতে পারেননি অনুশীলনে। আইপিএল’র কারনে আগামী ২২ এপ্রিল থেকে অনুষ্ঠেয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের প্রথম পর্বে খেলতে পারবেন না সাাকিব, তাতেও দুশ্চিন্তা ভর করছে না সুজনের ‘পুরো টিমটা একসঙ্গে দেখলে ভালো লাগতো। সাকিবকে ক’ ম্যাচে পাব, সে ব্যাপারে নিশ্চিত নই। তবে সাকিব ছাড়াও আমাদের দলটি যথেষ্ট শক্তিশালী। তামিমের মতো প্লেয়ার আছে। আছে মোসাদ্দেক সৈকত, লিটন দাস, নাজমুল ইসালাম শান্ত। তাসকিন-রাজু-তাপস সবাই অভিজ্ঞ পেস বোলার। স্পিনার সাকলাইন অনেক অভিজ্ঞ। জুবায়ের লিখন-অমিতাভও অনেকদিন ধরে খেলছে। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটা দল পেয়েছি, দলটিতে অলরাউন্ডারের সমাবেশও আছে । এখন মাঠে আমরা কতোটা পারি, তার উপর নির্ভর করছে সব কিছু।’ দলটিতে একজন ম্যাচ উইনার মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজনটা দেখা দেয়ায় এই শুন্যস্থান পূরণ করতে একজন উঁচুমানের বিদেশী ক্রিকেটার আনার কথা ভাবছে আবাহনী, সুজন সে আভাসই দিয়েছেন।
এদিকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে এই প্রথম আবহনীতে খেলার সুযোগ পেয়ে স্মরণীয় কিছু উপহার দিতে চান অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ তাসকিন আহমেদÑ ‘বাংলাদেশর সবচেয়ে বড় লিগ ঢাকা প্রিমিয়ার লিগ। এখানে সবারই টার্গেট থাকে ভালো কিছু করার। এখানকার পারফরম্যান্স অনেক কাউন্ট হয়। ছোট বেলা থেকেই শুনে আসছি আবাহনী-মোহামেডোন, আবাহনী-মোহামেডান। এবার সুযোগ হয়েছে আবাহনীতে খেলার। একটা স্বপ্নপূরণও বলতে পারেন। কারণ, এর আগে কখনো আবাহনীতে খেলা হয় নাই। এবার আবাহনীতে যেনো খেলতে পারি, বাবারও ইচ্ছা ছিল তা। তাই চেষ্টা করবো স্মরণীয় কিছু করার। ভালো একটা শুরু টিমকে এনে দেয়ার।’
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আসন্ন আসরটি নিজের বোলিং অ্যাকশন শুধরানোর বড় পরীক্ষার মঞ্চও। তবে বোলিং অ্যাকশনের ত্রæটিটা ধরতে পেরেছেন বলে তা নিয়ে দুর্ভাবনা পিছু নিচ্ছে না তাসকিনেরÑ ‘আগামী সপ্তাহ থেকে প্রিমিয়ার লিগ শুরু হবে। তাই বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়ে বেশি চিন্তা করছি না। কারণ আমাকে খুব বেশি পরিবর্তন করার কিছুই নেই। বিসিবি যে প্লান দিয়েছে সে অনুযায়ী কাজ করছি। সেই সাথে আবাহনীতে যারা আছেন, তাদের সবাই কাছ থেকে দেখছেন, হেল্প করছে আমাকে। লিগ শেষে ওই বিষয়টি নিয়ে চিন্তা করবো। বিসিবি যখন আমাকে পাঠানোর চিন্তা করবে, তখন পরীক্ষা দিয়ে আসবো।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন