শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

টিভিতেও ফাইনাল দেখা হচ্ছে না সেই কিশোরদের!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ৭:৫৮ পিএম

গত ১০ জুলাই থাইল্যান্ডের চিয়াং রাইয়ের থ্যাম লুয়াং গুহা থেকে ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা। তিন ধাপে চারজন করে তাদেরকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে তাদেরকে।

তবে উদ্ধার হওয়া কিশোরদের জন্য দুঃসংবাদ, বিশ্বকাপের ফাইনাল টিভিতে সরাসরি দেখার সুযোগ পাচ্ছে না তারা। হাসপাতাল কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছে। ইএসপিনডটকম ‘চিয়াং রাই প্রাচানুক্রহ’ হাসপাতালের বরাদ দিয়ে এটি জানায়।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘বিশ্বকাপের ফাইনালটি আমাদের এখানকার সময়ের অনেক রাতে শুরু হবে। সেক্ষেত্রে কিশোরদের বিশ্রামের কথা বিবেচনা করে আমরা তাদেরকে খেলাটি সরাসরি দেখতে দিচ্ছি না। তবে তাদেরকে আমরা সকাল বেলায় বিশ্বকাপ ফাইনালটির পুনঃপ্রচার করে দেখানোর ব্যবস্থা করেছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন