কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা ঃ বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবানরা যদি বেসরকারিভাবে হাসপাতাল নির্মাণে এগিয়ে আসে তাহলে দেশের সাধারণ ও অসহায় মানুষেরা সহজেই সেবা পাবে। শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জে জিনজিরার কুশিয়ার বাগ এলাকায় এ্যারোস্ট্রো ফার্মা ওষুধ কোম্পানির নিজস্ব অর্থায়নে পরিচালিত ও নির্মিত আব্দুল হামিদ ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন ২০২১ সালের মধ্যে সারা দেশ বিদ্যুতায়ন করার জন্য। আমি চ্যালেঞ্জ নিয়েছি ২০১৮ সালের মধ্যেই সারা দেশ বিদ্যুতায়ন করবো। কলকারখানা ও মানুষের বাসা বাড়ি থেকে ফেলে দেয়া বিভিন্ন বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য খুব শীঘ্রই কেরানীগঞ্জে একটি পাওয়ার স্টেশন আমরা নির্মাণ করতে যাচ্ছি। এটি নির্মাণ করতে সরকারের বহু অর্থ ব্যয় হবে। গত চার বছরে কেরানীগঞ্জে আমরা ১শ’ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরো ১শ’ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। কেরানীগঞ্জে বাস, ট্রাক টার্মিনাল নির্মিত হবে। কেরানীগঞ্জের উপর দিয়ে রেল লাইন পদ্মা সেতুর সাথে সংযুক্ত হবে। ঢাকার শান্তি নগর থেকে ঝিলমিল আবাসিক এলাকা পর্যন্ত একটি ফ্লাই ওভার নির্মিত হবে। এর নির্মাণ কাজ খুব দ্রæত শুরু হচ্ছে। কেরানীগঞ্জে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও একটি ভাল মানের কলেজ নির্মাণ করা হবে। ঐতিহ্যবাহী শুভাঢ্যা খালের দুই পাড় নির্মাণের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কেরানীগঞ্জ একটি মেগা সিটিতে পরিনত হবে। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যারোস্ট্রো ফার্মা ও আব্দুল হামিদ ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান এম, এ হাসানসহ কোম্পানির অন্যান্য পরিচালক ও কর্মকর্তাগণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন