শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ভৈরবে শীতার্তদের মধ্যে প্রিমিয়ার ব্যাংকের ৭ হাজার কম্বল বিতরণ

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ভৈরব উপজেলা সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের ভৈরবে গরীব শিক্ষার্থী ও হতদরিদ্র শীতার্তদের মাঝে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উদ্যোগে ৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাঁশগাড়িতে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ অডিটরিয়াম ও মাঠে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিও খন্দকার ফজলুর রশিদ, হেড অব রেমিটেন্স নাজিবুল্লাহ চৌধুরী, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের এডভাইজার ব্রিগ্রেডিয়ার জেনারেল গোলাম হোসেন সরকার, মো. মোস্তফা সরকার, অধ্যক্ষ মো. শাহ আলম, উপধ্যক্ষ ফরিদুল হাসান টুটুল, ইকবাল এডুকেশন সিটির ইনচার্জ জাবেদ ওমর কবির, প্রিমিয়ার ব্যাংক বাঁশগাড়ি শাখার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, আশুগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক শফি উদ্দিন, রয়েল ইউনির্ভাসিটির এডমিনিস্টেটিভ অফিসার হাসান শাহরিয়ার, একাউন্ট অফিসার আজমল হোসেন, মার্কেটিং এক্সিকিউটিভ মতিউর রহমান প্রমুখ। প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গজারিয়ার ইউনিয়নের বাঁশগাড়িতে হতদরিদ্র ও গরীব শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ও উপজেলার বাকি ৬টি ইউনিয়নে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গরীব শিক্ষার্থী ও নারী-পুরুষ হতদরিদ্রের পাশাপাশি ছোট ছোট শিশুরাও মনের আনন্দে কম্বল নিয়ে বাড়ি যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন