বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যে নোংরা রাজনীতি করে সেটা ইতোমধ্যে স্পষ্ট। এখন তাদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা অতটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ তার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক ইস্যু খুঁজে বের করা।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ বিষয়ক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।
কাদের বলেন, আগামী ঈদে যানজট নিরসনের চেয়ে দুর্ঘটনা রোধ আমাদের বড় টার্গেট থাকবে। মানুষ যেন ঈদ সুন্দরভাবে উদযাপন করতে পারে এবং যাত্রাপথে কোনো সমস্যা না হয় তা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। মহাসড়কের যানজট এখন নিয়ন্ত্রণে আর ঈদের যাত্রাও হবে স্বস্তির যাত্রা।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বি মিয়াসহ জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন