শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না -ওবায়দুল কাদের

নোয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২৩ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না, ওরা আওয়ামী লীগকে ভয় পায়, আ.লীগের উন্নয়নকে ভয় পায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের, সেই কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা এখন পদযাত্রায় মিলিছে। কিন্তু তারা জানে না, আন্দোলনে মানুষ লাগে, তারা সাধারণ মানুষকে আন্দোলনে আনতে পারেনি। কারণ মানুষ জানে, শেখ হাসিনার উন্নয়ন সারা দুনিয়ায় জেনে গেছে। তাই সাধারণ মানুষ শেখ হাসিনার উন্নয়নে সাড়া দিয়ে তাদের আন্দোলনে যায়নি। শেখ হাসিনা নির্ঘুম রাত কাটায় মানুষের জন্য, দেশের জন্য।

মঙ্গলবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আ.লীগের কার্যালয়ের সামনে মোশারফ-ফজিলাতের নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, রাজনীতির অন্যতম অনুসঙ্গ হচ্ছে নির্বাচন, নির্বাচন মানেই রাজনীতি নয়। রাজনীতি এখন ভালো মানুষের জন্য আদর্শ নয়। ভালো ও সৎ মানুষদের রাজনীতিতে আনতে হবে। এ সময় মন্ত্রী বলেন, নতুন করে আর নির্বাচনী ওয়াদা করতে চাই না, পূর্বের কাজগুলো শেষ করতে চাই। নতুন কাজ হাতে নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে চাই না।

কাদের বলেন, একজন দক্ষ, সৎ গুণি জ্ঞানী সিনিয়র দায়রা জজকে প্রধান মন্ত্রী শেখ হাছিনা সকলকে অবাক করে দিয়ে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দিয়েছেন।

ফাউন্ডেশনের বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ রাহ্বার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহামন, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ অনেকে।

মন্ত্রী দুপুরে কবিরহাট উপজেলা আ.লীগ আয়োজিত এক সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর কালামুন্সিস্থ বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন