রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অনূর্ধ্ব ১৯ দলের কোচ নেওয়াজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

সাবেক শ্রীলঙ্কান অল রাউন্ডার নাভেদ নেওয়াজকে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধাণ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ সালে দক্ষিণ আিফ্রকায় অনুষ্ঠেয় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই হবে নেওয়াজের প্রধাণ কাজ।
৪৪ বছর বয়সী নেওয়াজের আন্তর্জাতিক ক্যারিয়ার উল্লেখ করার মত নয়। শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। একমাত্র টেস্টটি খেলেছিলেন ২০০২ সালে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে ৭৮ রানের অপরাজিত ঝকঝকে ইনিংসও খেলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে পরে আর সাদা জার্সি পরা হয়নি। বাঁ-হাতে ব্যাট করার পাশাপাশি লেগ ব্রেক বলও করতেন নেওয়াজ।
খেলোয়াড় হিসেবে ২০০৪ সালে অবসর নেয়ার পর থেকেই জড়িত আছেন কোচিং পেশার সঙ্গে। শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের দায়ীত্বে ছিলেন ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত। ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই পারফর্ম্যান্স এই কোচ (লেবেল থ্রি) এরপর বছরখানেক কাজ করেন শ্রীলঙ্কার এমার্জিং দলের ব্যাটিং কোচ হিসেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন