রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চার বছর পর প্রিমিয়ার হ্যান্ডবল লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

চার বছর পর ফের ম্যাটে কোর্টে গড়াচ্ছে কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ। সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত হওয়ার পর আগামীকাল শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে এই লিগের খেলা। এবারের লিগে ১০টি দল অংশ নিচ্ছে। এরা হলো- বর্তমান চ্যাম্পিয়ন নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, রানার্সআপ প্রাইম স্পোর্টিং ক্লাব, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, মেনজিস ক্রীড়া চক্র, বাংলা ক্লাব, সূর্যোদয় ক্রীড়া চক্র, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওল্ড আইডিয়ালস ও কোয়ান্টাম ফাউন্ডেশন। প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। এ সময় কিউটের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল ও হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর উপস্থিত থাকবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন