রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দারা। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮৫ গ্রাম ১ হাজার ২২ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৬২৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার দেশী মদ ও ১২৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৩৯টি মামলা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন