স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন কাপ গলফে সেরার খেতাব জিতেছেন মেহেদী হাসান। এছাড়া সুপার সিনিয়র গ্রæপে ওয়ালটন গ্রæপের চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী, সিনিয়র গ্রæপে চ্যম্পিয়ন লেফট্যান্ট কর্নেল (অব) হাসনাতুল, ভ্যাটার্ন গ্রæপে কামাল উদ্দিন আহমেদ, ৯ হোল উইনার ক্যাপ্টেন মনির, বেষ্ট গ্রস মি. দাই, লেডিস গ্রæপে উইনার তাসফা অর্পা শিরোপা জয় করেন। গতকাল বেলা সাড়ে তিনটায় সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রæপের চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী। এ সময় উপস্থিত ছিলেন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। দু’দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেন দেশ বিদেশের প্রায় দু’শতাধিক গলফার।
শিরোপার স্বপ্ন দেখতেই পারে রিয়াল
স্পোর্টস ডেস্ক : মৌসুমের শেষ দিকে এসে শিরোপা জয়ের ফিকে হওয়া স্বপ্নটা আবারো স্পষ্ট হতে শুরু করেছে রিয়াল মাদ্রিদের সামনে। বার্সেলোনার সাথে এখন তাদের ব্যবধান মাত্র এক পয়েন্টের! গতকাল পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দল গেতাফেকে ৫-১ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ জায়ান্টরা। একটি করে গোল করেন বেনজেমা, ইসকো, বেল, হামেস ও রোনালদো।
শেষ ৫ বারের সাক্ষাতে ২১ গোলের স্মৃতি নিয়ে গতকাল গেতাফে সফরে যায় রোনালদোরা। ১১ মাস আগে বার্নাব্যুতে এই দলকেই ৭-৩ গোলে হারিয়েছিল রিয়াল। সেই ম্যাচে রোনালদো একাই করেছিলেন ৪ গোল। শেষ ১৩ ম্যাচ জয়হীন গেতাফের বিপক্ষে ফর্মে ফেরা রিয়ালের কালও তাই জয়ই কাম্য ছিল। সেই লক্ষ্যে স্বাগতিকদের জালে ২৯তম মিনিটে জেমস ডেভিডের ক্রস থেকে সহজ টোকায় দলকে এগিয়ে নেন ফ্রান্স জাতীয় দলে সদ্য নিষিদ্ধ খেলোয়াড় করিম বেনজেমা। ১১ মিনিট বাদে বেনজেমার বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুন করেন ইসকো। বিরতি থেকে ফিরে স্কোরলাইন ৩-০ গড়ে দেন গ্যারেথ বেল। ৮৮তম মিনিটে লুকাসের ক্যামিও থেকে বল পেয়ে তা জালে পাঠান হামেস রদ্রিগুয়েজ। এরপর মাঠে যখন রেফারির শেষ বাঁশি বাঁজার প্রতিক্ষা সেই সময়ে গেতাফেকে শেষ আঘাত হানেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগে এটি পর্তুগিজ তারকার ৩১তম গোল। গেতাফের হয়ে একমাত্র গোল গরেন পাবলো সারাবিনা। লিগের অপর ম্যাচে ঘরের মাঠে এস্পানিওলকে ২-১ গোলে হারায় লেভান্তে।
৪ রাউন্ড আগেও বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল এখন মাত্র ১ পয়েন্ট পিছিয়ে। শীর্ষে থাকা কাতালান ক্লাবটির পয়েন্ট ৭৬। আজ ভালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল। বার্সার সমান ম্যাচে দিয়েগো সিমেওনের দল অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহও রিয়ালের সমান। কিন্তু গোল ব্যবধান এগিয়ে রেখেছে সান্তিয়াগো বার্নাব্যুর দলকে। বার্সা আর একটু পথ হড়কালেই লা লিগার গল্পও পাল্টে যাবে রাতারাতি।
ইউরোপিয়ান ফুটবল
এক নজরে ফল
গেতাফে ১-৫ রিয়াল মাদ্রিদ
লেভান্তে ২-১ এস্পানিওল
নরউইচ ১-৩ সান্ডারল্যান্ড
এভারটন ১-১ সাউদাম্পটন
ম্যানইউ ১-০ অ্যাস্টন ভিলা
নিউক্যাসল ৩-০ সোয়ানসি
ওয়েস্ট ব্রæম ০-১ ওয়াটফোর্ড
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন