বিশেষ সংবাদদাতা : প্লেয়ার্স বাই চয়েজের ড্রাফটে ছিলেন না শাহাদত রাজিব। গত বছরের সেপ্টেম্বরে ১১ বছর বয়সী গৃহকর্মী হ্যাপীকে মারধরের অপরাধে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী এই টেস্ট ক্রিকেটারকে বহিষ্কৃত করেছে বিসিবি। জামিনে বেরিয়ে এসেও ক্রিকেটে ফিরতে পারছেন না শাহাদত রাজিব। তবে বাদীপক্ষ মামলা তুলে নিয়ে আপোষরফা করতে রাজি আছে এই শর্তে ফ্রি প্লেয়ার হিসেবে ‘ডি’ গ্রেডে শাহাদতকে খেলার সুযোগ দেয়ার কথা বিবেচনা করছে। প্লেয়ার্স ড্রাফটে মোহামেডানের বোলিং শক্তিতে ঘাটতি দেখা দেয়ায় নারায়ণগঞ্জের এই ছেলেটিকে সম্প্রতি দলের সঙ্গে যুক্ত করেছে। গতকাল দলের সঙ্গে অনুশীলনও করেছেন শাহাদত রাজিব। তবে আদালত থেকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাহাদত রাজিব খেলতে পারবেন না, তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন বিসিবি’র ডিসিপ্লিনারী কমিটির চেয়ারম্যান আ.জ. ম. নাছিরÑ ‘আদালত থেকে সুস্পষ্ট ঘোষণার আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না শাহাদাত। শাহাদাতের বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ ব্যাপারে আমরা সুস্পষ্ট কিছু জানতে পারিনি। এ কারণে তার নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। যদি আদালত তার পক্ষে রায় দেন, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।’
শাহাদাত রাজিব ছাড়াও মোহামেডান দলে টেনেছেন প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত থাকা অভিজ্ঞ ক্রিকেটার নাজিমুদ্দিন এবং ফয়সাল হোসেন ডিকেন্সকে।
এদিকে বিপিএল ‘থ্রি’র ইলিমেন্টরী ম্যাচে টস নিয়ে সন্দেহ পোষন করে একটি টেলিভিশন চ্যালেন ম্যাচ রেফারি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে নিয়ে যে রিপোর্ট প্রচার করেছে, গোপন ক্যামেরায় ধারনকৃত বকিবুলের বক্তব্যের উপর ভিত্তি করে ক্ষুব্ধ বিসিবি তার উপর অঘোষিত নিষেধাজ্ঞা জারী করে। বিসিবি’র বেতনভুক্ত প্রধান ম্যাচ রেফারী হয়েও কিভাবে বিসিবি প্রখান এবং অন্য এক পরিচালককে জড়িয়ে অশ্রাব্য ভাষায় কথা বলতে পারেন, তা নিয়ে পুরো বিসিবিকেই ক্ষুব্ধ করে তুলেছিলেন ম্যাচ রেফারী রকিবুল হাসান। তবে ওই ঘটনায় অনুতপ্ত রবিকুল ক্ষমা চাওয়ায় তার উপর থেকে অলিখিত নিষেধাজ্ঞাদেশ তুলে নেয়া হয়েছে। গতকাল সভা শেষে এ সিদ্ধান্তের কথাই জানিয়েছেন ডিসিপ্লিনারী কমিটির চেয়ারম্যান আ.জ. নাছিরÑ ‘উনি ইলেকট্রনিক মিডিয়ায় কিছু অসংলগ্ন কথা বলেছেন। কথা বলার পর থেকেই উনি অনুতপ্ত। এদেশের ক্রিকেটে উনার অবদান রয়েছে। এসব বিবেচনা করে আমরা উনার নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন