শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বরিশাল বুলস মালিক নিষিদ্ধ

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৩৭ এএম, ১৭ এপ্রিল, ২০১৬

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সকল হোম সিরিজের টাইটেল স্পন্সর এবং ইনস্টেডিয়া রাইটস পার্টনার রিজ ইভেন্টস এর কর্ণধার তিনি। বিডে অংশ নিয়ে ২০১৪ সালের জুলাই থেকে ২ বছরের জন্য এই সত্ত¡ পেয়েছেন রিজ ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক। এ বছরের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি বহাল আছে বিসিবি’র। শুধু তাই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ‘থ্রি’র রানার্স আপ দল বরিশাল বুলসেরও স্বত্বাধিকারী তিনি। তবে ২০০৭ সাল থেকে বিসিবি’র এই ইনস্টেডিয়া এবং টাইটেল স্পন্সরশিপ পার্টনারকে বহিষ্কার করেছে বিসিবি। এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চের কাছে বিসিবি’র ব্রড কাস্ট পার্টনার টোটাল স্পোর্টসের মঈনুল হক চৌধুরীর দিকে তেড়ে যাওয়ায় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় বিসিবি’র ডিসিপ্লিনারী কমিটি রিজওয়ান বিন ফারুককে ক্রীড়াঙ্গনে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে। গতকাল ডিসিপ্লিনারী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান, বিসিবি’র সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটির মেয়র আ.জ.ম নাছিরÑ ‘বোর্ডের ভাবমর্যাদা ক্ষুণœ হয়েছে। এজন্য আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। উনাকে (রিজওয়ান) ক্রীড়াঙ্গনে তথা স্টেডিয়াম পাড়ায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উনি কোনভাবেই ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারবেন না। ক্রিকেট সংশ্লিষ্ট কোন ক্লাবের সঙ্গে কোন ফ্রাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না।’
কথা কাটাকাটি থেকে মইনুলের দিকে তেড়ে গেছেন রিজওয়ান, ভিডিও ফুটেজে দেখা গেছে তা। ওই ঘটনার সময়ে খুব কাছাকাছি ছিলেন বিসিবি’র বেশ ক’জন পরিচালকও। পরিস্থিতি নিবৃত্ত করেছেন তারা। ঘটনার সময়ে উপস্থিত থাকা বিসিবি পরিচালক শেখ সোহেল অনাকাক্সিক্ষত ঘটনার জন্য রিজওয়ান বিন ফারুককেই করেছেন অভিযুক্তÑ ‘ওই ঘটনার সময় আমি সামনে ছিলাম। তিনি মাতাল হয়ে মাঠে এসেছিলেন। পুরো ঘটনা দেখেছেন বোর্ড সভাপতিও।’
বিসিবি’র দুই পার্টনারের ব্যক্তিগত বিরোধ আন্তর্জাতিক ম্যাচে উঠে আসবে কেন? আন্তর্জাতিক ম্যাচে অপ্রীতিকর ঘটনা দেশের ভাবমর্যাদা ক্ষুণœ হওয়ায় দৃষ্টান্তমূলক সাজা দিতে হয়েছে বলে জানিয়েছেন বিসিবি’র ডিসিপ্লিনারী কমিটির চেয়ারম্যানÑ ‘মঈনুলের সঙ্গে কি নিয়ে সমস্যা এটাতো আমাদের বিবেচ্য বিষয় নয়। একটি আন্তর্জাতিক ম্যাচের ফাইনালের সময়ে এমন অপ্রীতিকর ঘটনা কখনোই কাম্য হতে পারে না। আমাদের বিবেচ্য বিষয় এমন একটি ঘটনা ঘটেছে। যার কারনে তাকে শাস্তি দেয়া হয়েছে।’
রিজওয়ানের প্রতিষ্ঠান রিজ ইভেন্টেসের সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তি আছে বিসিবির। আগস্টের আগে বাংলাদেশের মাটিতে কোন হোম সিরিজ না থাকায় এক অর্থে তার প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবি’র চুক্তি শেষ হয়ে গেছে। তবে চুক্তির মেয়াদ থাকাকালে কঠোর সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি আইনগত দিক ও দেখছেন বিসিবি’র ডিসিপ্লিনারী কমিটির চেয়ারম্যানÑ ‘বিসিবির সঙ্গে ক্রিকেট সম্পর্কিত কিছুতে তিনি থাকতে পারবেন না। স্পন্সর প্রতিষ্ঠান গুলোর সঙ্গে কিছু থাকলে। সেটা আমার লিগ্যাল অ্যাডভাইজ নিয়ে দেখবো। সেখানে কিছু আছে কিনা আমরা দেখবো।’
বিপিএলএ সিলেট সুপার স্টার্স মালিক চিটাগাং ভাইকিংস অধিনায়ক তামীমকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিলেও ও হননি নিষিদ্ধ সিলেট সুপার স্টার্সের মালিক। অথচ বিসিবি’র রাইটস ২ পার্টনারের ব্যক্তিগত দ্ব›দ্ব-সংঘর্ষের হয়েছে বিচার দ্রæততম সময়ের মধ্যে। তবে বিসিবি’র ডিসিপ্লিনারী কমিটির এই বিচারকে ষড়যন্ত্রমূলক বিচার বলছেন রিজ ইভেন্টসের কর্ণধার রিজওয়ান বিন ফারুকÑ ‘ওর (মাইনুল) সাথে কথা কাটাকাটি হয়েছে। এর বেশি কিছু নয়। তাছাড়া বিসিবি’র ডিসিপ্লিনারী কমিটি আমাকে কিন্তু ওই ঘটনার জন্য শোকজ করেনি। আমার জবানবন্দিও নেয়ার প্রয়োজন মনে করেনি। এমন বিচারকে ষড়যন্ত্র ছাড়া আর কি ই বা বলতে পারি। টাইটেল এবং ইনস্টেডিয়া রাইটস এর দরপত্র আহবানের আগে আমাকে নিষিদ্ধ করার অর্থটা কি, তা বলাই বাহুল্য।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন