শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ওসমানীনগরে অর্ধ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল আটক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ৫:৩০ পিএম

সিলেটের ওসমানীনগরে আবারও অভিযান চালিয়ে অর্ধ লক্ষাধিক টাকার প্রায় এক মন অবৈধ কারেন্ট জাল ও বস্তা জাল আটক করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। আটককৃত জাল পরবর্তীতে উপজেলা ভবনের সামনে খোলা জায়গায় পুড়িয়ে ফেলা হয়।
জানা যায়, রো গতকাল রোববার (২২জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে ওসমানীনগর থানার একদল পুলিশ নিয়ে কালাসারা হাওরে এ অভিযান পরিচালনা করে কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত অবৈধ কারেন্ট জালের বাজার মূল্য অর্ধ লক্ষাধিক বলে জানা গেছে। এর আগে গত ৮জুলাই গোয়ালাবাজারে অভিযান চালিয়ে ৪মণ কারেন্ট জাল আটক করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম কারেন্ট জাল আটকের সত্যতা স্বীকার করে বলেন, প্রায় ১মণ অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় অর্ধ লক্ষাধিক। এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন