শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আইএমএস সনদ পেল সামিট পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

পুঁজিবাজারে তালিকাভূক্ত দেশের বৃহত্তম স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারি প্রতিষ্ঠান সামিট পাওয়ারের দুই সহযোগি প্রতিষ্ঠান সামিট বরিশাল পাওয়ার লিমিটেড এবং সামিট নারায়নগঞ্জ পাওয়ার ইউনিট ২ লিমিটেড ইনটিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) সনদ লাভ করেছে। আইএমএস সনদে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি (ইএমএস) আইএসও ১৪০০১:২০১৫, গুণগত ব্যবস্থাপনা পদ্ধতি (কিউএমএস)-আইএসও ৯০০১:২০১৫ এবং পেশাগত স্বাস্থ্য ও উত্তম নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি ওএইচএসএএস ১৮০০১:২০০৭ । এই সনদ অর্জন সামিটের অব্যহত ব্যবসায়িক কার্যদক্ষতা এবং সর্বোত্তম ব্যবসায়িক অবস্থা ধরে রাখার প্রতিস্তুতির একটি প্রমাণ। ব্যুরো ভেরিটাস বিশ্বের শীর্ষস্থানীয় সার্টিফিকেশন সেবা সরবরাহকারি প্রতিষ্ঠান যা এখন পর্যন্ত সামিট পাওয়ারের সকল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে পরিদর্শন করেছে এবং সনদ প্রদান করেছে।
রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে গতকাল এই সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ও কোম্পানী সেক্রেটারি স্বপন কুমার পাল এসিএ, ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) প্রা. লিমিটেডের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মুকুট কে বড়ুয়া, হেড অফ সার্টিফিকেশন মোঃ তৌফিকুল আরিফ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন