শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

টয়লেট ব্যবহারে পর্যাপ্ত সময় পাবেন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

 ভারতের কেরালার নারী বিক্রয়কর্মীরা এখন থেকে কর্মস্থলে ‘বসার এবং টয়লেট ব্যবহারে পর্যাপ্ত সময়’ পাবেন। রাজ্যের শ্রম অধিদপ্তর শ্রম আইন সংশোধন করে নারী শ্রমিকদের এ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। কেরালার ৪৩ বছরের মায়া দেবী ২০ বছর ধরে কাপড় বিক্রির দোকানে বিক্রয়কর্মী হিসবে কাজ করেছেন। এই দীর্ঘ সময়ে কর্মক্ষেত্রে তিনি কখনো বসার সুযোগ পাননি। এমনকি কর্মক্ষেত্রে তার টয়লেট যাওয়ার অনুমতিও ছিল না। তিনি বলেন, “দোকানে যখন কোনো ক্রেতা থাকতেন না তখনও আমাদের বসার অনুমতি ছিল না। এর অন্যথা হলে বেতন কেটে নেওয়া হত।” বছরের পর বছর ধরে ভারতের নারী বিক্রয়কর্মীদের এই যন্ত্রণা সহ্য করে কাজ করে যেতে হচ্ছে। কেরালায় নারীদের একটি ইউনিয়ন দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত এ অধিকার আদায় করতে পেরেছে। ওই ইউনিয়নের নেত্রী বিজি পালিতোদি (৪৮) ‘রাইট টু সিট’ নামে একটি আন্দোলন গড়ে তোলেন। পালিতোদি জানান, মাত্র ১৬ বছর বয়সে তিনি একটি দর্জি দোকানে কাজ শুরু করেন। কাজ করতে করতে মায়া দেবীর মত নারীদের সঙ্গে তার পরিচয় হয়, যারা বিভিন্ন দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। তাদের যন্ত্রণার কথা শুনে তিনি তাদের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন। ২০০০ সালের শুরু থেকে তিনি নারীদের সঙ্গে বসে তাদের কর্মপরিবেশ ও বেতন ক্ষেত্রে যেসব ছাড় দিতে হয় তা নিয়ে আলোচনা শুরু করেন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন