স্পোর্টস ডেস্ক : সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা গত সপ্তাহে বোর্ডকে জানান হেরাথ। ‘আগামী আট মাসে আমরা ১২টির মতো টেস্ট খেলব। আমি মনে করি, ছোট সংস্করণের ক্রিকেট থেকে অবসরের এটাই সঠিক সিদ্ধান্ত। কারণ তা তরুণ খেলোয়াড়দের আগামী বিশ্বকাপের জন্য গড়ে ওঠার সুযোগ গড়ে দেবে। সেই সঙ্গে এটা আমার কাজের চাপ কমাবে এবং আমি টেস্টে মনোযোগ দিতে পারব।’
গত কয়েক বছর ধরে দু’হাঁটুতেই চোট নিয়ে ঘুরছেন ৩৮ বছর বয়সী হেরাথ। এরমধ্যে বেশিরভাগ সময়ে শুধু সীমিত ওভারের ক্রিকেটেই দলে ছিলেন তিনি, তাও আবার শুধুমাত্র বড় টুর্নামেন্টে। ৭১ ওয়ানডেতে ৭৪ উইকেট নেয়া হেরাথকে ক্রিকেট প্রেমীরা বেশি মনে রাখবে টি-টোয়েন্টির কল্যানে। যদিও ১৯৯৯ সালে গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হওয়ার পর দেশের হয়ে সাদা জার্সিতে মাত্র ৬৭ ম্যাচে ২৯৭ উইকেট নিয়েছেন তিনি। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ে অন্যতম মূল ভূমিকায় ছিলেন হেরাথ। নিউ জিল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তার ৩ রানে ৫ উইকেট অনেকের মতেই টি-টোয়েন্টির ইতিহাসে সেরা বোলিং নৈপুণ্য। অসরের সেমি-ফাইনাল ও ফাইনালেও ছিলেন বেশ কার্যকর। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ২৫ রানের খরচায় নিয়েছিলেন কার্যকরী ৩ উইকেট। সদ্য শেষ হওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের হয়ে সব ম্যাচেই ছিলেন তিনি। ক্যারিয়ারে মোট ১৭ টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ১৮ উইকেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন