বিশেষ সংবাদদাতা : একজন অধিনায়ক যে কতোটা বদলে দিতে পারে দলকে, আন্তর্জাতিক ক্রিকেটে তার আদর্শ দৃস্টান্ত মাশরাফি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিস্ময়কর উন্থানের পেছনে দলের পারফরমারদের চেয়েও মাশরাফির অধিনায়কত্বকে এগিয়ে রাখছে সবাই। ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের বিস্ময়কর সাফল্যের এই নেপথ্য কারিগর বিপিএল’র উপর্যুপরি ৩ আসরে মিস্টার চ্যাম্পিয়ন। অথচ, মুখে যারা মাশরাফি স্তুস্তি গান, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ক্রিকেটারদের দল-বদলে প্লেয়ার্স ড্রাফট টেবিলে আইকন ক্যাটাগরি থেকে তারাই মাশরাফির প্রয়োজন অনুভব করেনি! আইকন গ্রেডের কলিংয়ে ১১ নম্বরে এসে ঠিকানা খুঁজে পেয়েছেন গতবারের মোহামেডান অধিনায়ক। কলাবাগান ক্রীড়াচক্র আন্থা রেখেছে মাশরাফির উপর।
ক্লাব ক্রিকেটে হঠাৎ মাশরাফির উপর বিগ বাজেটের ক্লাবগুলো মুখ ফিরিয়ে নেয়াকে স্বাভাবিক দৃষ্টিতেই দেখছেন মাশরাফিÑ‘বিপিএলের প্রথম নিলামেও আমি অবিক্রিত ছিলাম। শেষ দিকে এসে ঢাকা গøাডিয়েটর্স আমাকে নিয়েছিল। আগের বারের ঢাকা লিগেও কেউ যখন নিচ্ছে না, তখন মোহামেডান শেষ মূহূর্তে নিয়েছিল। বাজে অবস্থা থেকে বেরিয়ে টানা চারটি ম্যাচ জিতে কিন্তু মোহামেডান সুপার লিগে খেলেছিল সেবার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমাকে তাদের দলে নেওয়ার পর কথা উঠেছিল। আমি কিন্তু রাগ করিনি। একটা কথাই ভেবেছি যে মাঠে খেলে প্রমাণ করে দিতে হবে। সেটাই চেষ্টা করেছি।’
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনী, মোহামেডান,বিমানের মতো দলকে দিয়েছেন নেতৃত্ব। তার নেতৃত্বে ট্রফি জয়ের অতীতও আছে ঢাকার ক্লাব ক্রিকেটে। এবার মিডিওকার দল কলাবাগান ক্রীড়াচক্র তার উপর আস্থা রাখায় সে আস্থার প্রতিদান দিতে চান মাশরাফিÑ‘কলাবাগান ক্লাবটির সবাই খুব ভালো। টাকার চেয়ে সম্মানটাই আমার কাছে বড়। তা আমি কলাবাগানে পাচ্ছি। আবাহনী-মোহামেডানেও পেয়েছি, এখানেও পাচ্ছি।এর আগে একবার সিটি ক্লাবে ছিলাম, দুটি ম্যাচ খেলে চোট পেয়ে বাইরে থাকতে হয়েছে। ইন্দিরা রোডেও একবার একটি ম্যাচ খেলেছিলাম। এছাড়া সবসময়ই বলতে গেলে প্রথাগত বড় দলে খেলেছি; আবাহনী, মোহামেডান, বিমান। এবার কলাবাগানে খেলছি, এজন্য রোমাঞ্চিত। এই ধরনের ক্লাবে খেললে চ্যালেঞ্জ অবশ্যই আছে। এই দলকে চ্যাম্পিয়ন করাব, এমন ঘোষণা দিচ্ছি না। তবে মনে হয়েছে, ভালো কিছু করা সম্ভব।’
শীর্ষ ক্লাব অফিসিয়ালদের অপছন্দ তাতিয়ে দিয়েছে মাশরাফিকে। কলাবাগান ক্রীড়াচক্রকে নিয়ে লীগ মিশনে দারুন কিছু করতে টীমমেটদের মোটিভেটর রোলটা পালন করার পাশাপাশি একটা দর্শন সেট করেছেন মাশরাফিÑ‘আমার দলে চার জনকে ভালো খেলতে হবে। সেটা খুবই সম্ভব। আমাদের লক্ষ্য থাকবে, দলকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন