নাটোর জেলা সংবাদদাতা : বোরো ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও সরকারীভাবে ক্রয় সেন্টার খোলার দাবীতে নাটোরের হালতিবিলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কৃষকরা। শনিবার দুপুরে হালতিবিলের খোলাবাড়িয়া এলাকায় স্থানীয় কৃষকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বিঘা জমিতে বোরো ধান আবাদ করতে কৃষকদের ১০ থেকে ১৪ হাজার টাকা খরচ হয়।
কিন্তু বর্তমানে বাজারে প্রতি মন ধানের দাম মাত্র ৫ থেকে ৬শ টাকা। যার কারনে কৃষকদের খরচের টাকাই উঠছে না। এ অবস্থায় ধানের দাম এক হাজার টাকা করার জোর দাবী জানান। এছাড়া সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য সরকারী ভাবে ক্রয় সেন্টার খোলার দাবীও জানান তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন