রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞায়ও সিদ্ধান্ত থেকে সরে আসবে না তুরস্ক -এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১:২৬ পিএম | আপডেট : ১:৫০ পিএম, ২৯ জুলাই, ২০১৮

তুরস্কের প্রতি আচরণে পরিবর্তন না আনলে যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী ও স্পর্শকাতর অংশীদার হারাতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দিবিনিময়ে যাজক ব্রুনসন থাকছে না। তুরস্ক সিদ্ধান্ত থেকে সরে আসবে না।

বার্তা সংস্থা রয়টার্স ও স্পুটনিকের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দিবিনিময়ে যাজক ব্রুনসনের বিষয়টি থাকবে না। যদিও এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সম্ভাব্য নিষেধাজ্ঞার এ হুমকিকে মনস্তাত্ত্বিক লড়াই বলে আখ্যায়িত করেছেন এরদোগান।

তিনি বলেন, এটি মনস্তাত্ত্বিক লড়াই। নিষেধাজ্ঞার মুখোমুখি হলেও আমরা সিদ্ধান্ত থেকে সরে আসব না।

এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র যদি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহে ব্যর্থ হয়, তবে আঙ্কারা আন্তর্জাতিক সালিশে যাবে। এতে অন্যান্য বিকল্পও আছে বলে জানান তিনি।

বিতর্কিত আধ্যাত্মিক নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক ও ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে যাজক ব্রুনসনকে আটক করে তুরস্ক কর্তৃপক্ষ।

২১ মাস কারাবন্দি থাকার পর সম্প্রতি তিনি মু্ক্তি পেয়েছেন। তবে চলতি সপ্তাহে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

আদালতে দোষী সাব্যস্ত হলে ৩৫ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে তাকে।

ট্রাম্প বলেছিলেন, যদি আঙ্কারা ব্রুনসনকে ছেড়ে না দেয়, তবে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nannu chowhan ২৯ জুলাই, ২০১৮, ৪:০৩ পিএম says : 0
Bortoman bishshe eak matro muslim rashtro prodhan ,jini bir dorpe desher o muslim bishsher pashe darai shoto chaper mookhe tini kono brihot shoktir nikot chap shikar korena...
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন