সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন রোববার থেকে শুরু হয়েছে, যা চলবে ৫ অগাস্ট পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। গত ১১ জুন বিএসইসির কমিশন সভায় সিলভা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন দেওয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যে তিন কোটি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়বে কোম্পানিটি।
আইপিও থেকে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে, যা যন্ত্রপাতি ক্রয়, কারখানা ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওতে ব্যয় করবে।
৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা শূন্য ৩ পয়সা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন