সিলেট সিটির শাহজালাল জামেয়া ইসলামিয়া কেন্দ্র থেকে সাংবাদিকদের বের করে দিয়েছে পুলিশ। বিএনপির অভিযোগ, কেন্দ্রের বাইরে মহড়া দিচ্ছে নৌকার সমর্থকরা। আর ভেতরে বুথ দখল করে জাল ভোট দিচ্ছে নৌকা সমর্থকরা। এ খবর পেয়ে ওই কেন্দ্রে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ প্রতিবেদক জাল ভোটের ছবি তুললে ছাত্রলীগ কর্মীরা বাধা দেয়। তারা ক্যামেরা থেকে ছবি মুছে দিতে বলে।
অন্যথায় মারধরের ভয় দেখায়। পুলিশের এসআই রহমতউল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত সাংবাদিকদের বের করে দেয়। সকাল এগারোটা থেকে ওই কেন্দ্রে একরকম অরাজক পরিস্থিতি বিরাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন