সিটি নির্বাচন বাতিল চেয়ে বরিশালে মানববন্ধন করতে পারেনি বিএনপিসহ ২০ দলীয় জোট। বাঁধার মুখে রাস্তায় বসে পড়লে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান সারোয়ারসহ আরো কয়েকজন নেতা-কর্মীর ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টার পরে সারোয়ারসহ স্থানীয় ও নেতৃবৃন্দ নগরীর সদর রোডে টাউন হল সংলগ্ন দলীয় কার্যালয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় নেতৃবৃন্দ সদর রোডের ওপর বসে পড়েন। এর পরে পুলিশ নেতাকর্মীদের সেখান থেকে তুলে দিতে বল প্রয়োগ করে। এক পর্যায়ে সারোয়ারের ওপরও লাঠিচার্জ করে এক পুলিশ কর্মী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন