শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

শরীরের বাড়তি মেদ ঝরাতে

আফতাব চৌধুরী | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

জিরা অব্যর্থ দাওয়াইবাঙ্গালী ঘরে রান্নায় জিরার ব্যবহার নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধুই যে রান্নায় সুগন্ধের জন্য জিরা ব্যবহার হয়, তা কিন্তু নয়। স্বাস্থ্যের কথা ভেবেও আমরা রান্নায় জিরা দিই। এই মশলা যে শরীর থেকে বাড়তি মেদ ঝরাতেও ওস্তাদ, সে খোঁজ কি রাখেন? হাতের কাছে ক্যালেন্ডার থাকলে, জাস্ট দিনটি দেখে নিয়ে গোল্লা পাকান। ধৈর্য ধরে ১৫ টি দিন দেখুন। এর মধ্যে রোজ নিয়ম করে এক চামচ গোটা জিরা খেয়ে ফেলুন। একদিনও বাদ দেবেন না। তার আগে আর একটি কাজ আপনাকে করতে হবে। নিজের ওজন নিয়ে লিখে রাখুন। ১৫ দিন পর ফের ওজন নিন। নিজেই অবাক হয়ে যাবেন। কলা দিয়ে জিরা খেলেও ওজন ঝরবে। সা¤প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, গোটা জিরা খুব দ্রæত শরীর থেকে ওজন ঝরাতে সক্ষম। শুধু যে চর্বি বের করে দেয়, তা কিন্তু নয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর কোলেস্টেরলকে শরীর থেকে বের করে দেয়। ফলে, যাঁরা ওজন কমানোর জন্য জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন, একবার ১৫ দিনের জন্য জিরার ওপর ভরসা রাখতে পারেন। নিরাশ হবেন না। গবেষকরা বলেছেন, জিরার মধ্যে রয়েছে থাইমল ও অন্যান্য কিছু তেলের উপস্থিতি। যার কাজ হল লালা নিঃসরণকারী গ্রন্থিকে উত্তেজিত করা। যার ফলে খাবার ভালো হজম হয়। এছাড়াও জিরার গুণে পরিপাকতন্ত্র ভালো কাজ করে। গবেষকরা জানাচ্ছেন, হজমের গন্ডগোল হলে, জিরা দিয়ে চা খেয়ে দেখতে পারেন। উপকার পাবেন। এক গেলাস পানিতে এক চামচ জিরা দিন। ভালো করে ফুটিয়ে নিন। পানির রং লালচে হয়ে এলে, গ্যাস বন্ধ করে, পাত্রটি চাপা দিয়ে রাখুন। একদম ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করুন। এই জিরা চা দিনে তিনবার খেলে, হজমশক্তি বাড়বে। পেটে ব্যথা কমবে।

কীভাবে খাবেন- একটা গøাসে বড়ো চামচের দু-চামচ গোটা জিরা সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সেই পানিটি গরম করে, জিরা না-ছেঁকে চায়ের মতো খান। মুখে গোটা জিরা পড়লে, ফেলবেন না। চায়ের মতো কয়েক দিন পান করুন, দেখবেন ওজন কমছে।
যদি দেখেন, উপরের দাওয়াই আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে না, তা হলে দ্বিতীয় উপায়ের আশ্রয় নিন। খাবারে জিরার পরিমাণ বাড়িয়ে দিন। দইয়ের সঙ্গেও জিরা খেতে পারেন। ৫ গ্রাম দইতে এক চামচ জিরার গুঁড়ো মিশিয়ে নিয়মিত খান। ওজন নিশ্চিতভাবেই কমবে।
কয়েক চামচ মধু ও তিন গ্রাম জিরা গুঁড়ো এক গেলাস পানিতে ভালো করে মিশিয়ে নিন। নিয়মিত এই মিশ্রণটি খান। স্যুপ তৈরি করে, এক চামচ জিরা গুঁড়ো মিশিয়ে খেলেও ভালো কাজ দেবে।
পাতিলেবু ও রসুনও ওজন ঝরাতে খুব ভালো দাওয়াই। গাজর এবং অন্যান্য সবজি সেদ্ধ করে নিয়ে, রসুন কুচি ও লেবুর রস ঢেলে দিন। তাতে কিছুটা জিরা গুঁড়ো মেশান। রোজ রাতে খেয়ে, অত্যাশ্চর্য পরিবর্তন দেখুন। ১৫ দিন পরেই বুঝতে পারবেন আপনার ওজন অনেকটাই কমেছে।
সাংবাদিক-কলামিস্ট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শারমিন বেগম ৮ আগস্ট, ২০১৮, ৪:০৯ এএম says : 0
এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন। সাস্থ ভালো তবে অতিরিক্ত ভালো নয়। আমি আজ চার বছর যাবৎ অতিরিক্ত মেদ নিয়ে বুকছি। কতরকম চেষ্টা করছি মেদ কামানোর জন্য।কিন্তু হচ্ছে না। আমি প্রায় ওপেরা মিনিতে ইউসি তে দেখি জিরার গুনাগুনের কথা এখন শুধু পরিক্ষার পালা যদি এতে ভালো ফলাফল পাই আমি সবার আগে আল্লাহ্‌ কাছে শুকরিয়া মানবো তারপর আপনাদের ধন্য বাদ জানাবো দোয়া করবেন আমি যেন ভালো ফলাফল পাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন