টেকনাফের পাহড় থেকে এক সপ্তাহ পরে অপহৃত সিএনজি চালক মোহাম্মদ রাশেল (২১)কে উদ্ধার করেছে পুলিশ। সে কক্সবাজারের পূর্ব কলাতলীর দিল মোহাম্মদের ছেলে। (৪ আগস্ট) শনিবার সকালে টেকনাফের রঙ্গীখালীর গহীন পাহাড় থেকে সিএনজিসহ
তাকে উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ।
গত ২৯ জুলাই কক্সবাজার কলাতলি থেকে যাত্রী নিয়ে উখিয়ায় যাওয়া পথে রাসেল অপহরণের শিকার হয়।
পুলিশের ভাষ্য মতে, গত ২৯ জুলাই কক্সবাজার কলাতলি থেকে সিএনজি চালক মোহাম্মদ রাসেল ভাড়ায় যাত্রী নিয়ে উখিয়ার কুতুপালংয়ের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচিছল না।
৩০ জুলাই সিএনজির মালিক কক্সবাজার মোক্তারকুল বাংলা বাজার এলাকার আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। ২ আগস্ট সিএনজি চালকের বাবা দিল মোহাম্মদ বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
এরই ভিত্তিতে টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া অপহরণের বিষয়টি তদন্ত জন্য এসআই নাজিম উদ্দীনকে নির্দেশন দেন ।
প্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের অবস্থান শনাক্তের পর ৪ আগস্ট সকালে পুলিশের একটি দল টেকনাফের রঙ্গীখালী গহীন পাহাড়ে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ সময় পাহাড়ে তল্লাশি চালিয়ে সিএনজিসহ অপহৃত চালক মোহাম্মদ রাশেলকে জীবিত উদ্ধার করে পুলিশ। তবে তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন