শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

টেকনাফের ৪ ইউনিয়নের ৩টিতেই আ.লীগ বিদ্রোহীরা জয়ী

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস
টেকনাফের ৪ ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে টেকনাফ সদর ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শাহজাহান মিয়া, সাবরাংয়ের নুর হোসেন, সেন্টমার্টিনে নুর আহমদ ও বাহারছড়ায় আওয়ামী লীগের মাওঃ আজিজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২২ মার্চ মঙ্গলবার রাতে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা টেকনাফ উপজেলা কন্ট্রোল রুম হতে এ ফলাফল ঘোষণা করেন। এ ছাড়া ৩৬ জন সাধারণ সদস্য ও ১২ জন সংরক্ষিত আসনের নারী সদস্যের বিজয়ীর ফলাফলও ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মূল প্রার্থীরা হলেনÑ টেকনাফ সদরে মোঃ শাহজাহান মিয়া (আনারস), জিয়াউর রহমান (ধানের শীষ) ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলম (নৌকা)। সাবরাংয়ে নুর হোসেন (টেলিফোন), সোনা আলী (নৌকা) ও সোলতান আহমদ (ধানের শীষ)। বাহারছড়ায় মাওঃ আজিজ উদ্দিন (নৌকা), মাওঃ রফিকুল্লাহ (ঘোড়া) ও মোঃ সেকান্দর (ধানের শীষ)। সেন্টমার্টিনে নুর আহমদ (ঘোড়া), মুজিবুর রহমান (নৌকা) ও মাওঃ আবদুর রহমান (ধানের শীষ)।

 

 

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন