শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লাইসেন্স থাকলে ফুল না থাকলে মামলা

সিরাজদিখানে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‌্যালী

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ৩:০৩ পিএম

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সিরাজদিখানে পুলিশ ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। আজ রবিবার বেলা ১১ টা র‌্যালী ও পরে উপজেলার সন্তোষপাড়া মোড় এবং ইছাপুরা চৌরাস্তায় বিভিন্ন প্রকার যানবাহনের ফিটনেস, রোড পারমিট, চালকের লাইসেন্স ও ইনস্যুরেন্স এর কাগজ পত্রাদি যাচাই করা হয়।
এ সময় যাদের সব কিছু ঠিক আছে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আর যাদের কাগজ পত্র ঠিক নেই, ট্রাফিক আইন বহির্ভূত, তাদের বিভিন্ন ক্যাটাগরিতে মামলা দেওয়া হয়। দুপুর ২ টা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ টি মামলা হয়। এছাড়া ২ টা মোটর সাইকেল আটক করা হয়।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আমরা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। আজ থেকে ৭ দিন ট্রাফিক সপ্তাহ চলবে, তারই ধারাবাহিকতায় আজ র‌্যালী করেছি এবং দিনব্যাপী যানবাহনের কাগজ পত্র চেক করা হবে, যাদের সব ঠিক আছে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়া হচ্ছে। আর যাদের সমস্যা পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে বিভিন্ন ক্যাটাগরিতে মামলা দেওয়া হচ্ছে।
এর আগে র‌্যালীতে স্কুলের শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান, সিরাজদিখান থানা অফিসার ইন-চার্জ আবুল কালাম, ওসি তদন্ত হেলাল উদ্দিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন