চলমান ট্রাফিক সপ্তাহের প্রথম তিন দিনে সারাদেশে মোট ৭৩ হাজার ৯৩৮টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন অমান্য, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে এই মামলা দেয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে গতকাল সারাদেশে অভিযান চালিয়ে কাগজপত্র না থাকাসহ ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ৫৮ হাজার ৫৪৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৩৮৯ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ও ১ হাজার ৮৭০টি যানবাহন আটক করা হয়েছে। দেশের ৬টি মেট্রোপলিটন এলাকা, ৮টি রেঞ্জ এবং হাইওয়ে রেঞ্জে এ অভিযান চলে। ১১ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলবে বলে পুলিশ সদর দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন