সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ৪:৩২ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে সব ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টারসমূহের চেয়ারম্যান, প্রভোস্ট ও রেজিস্ট্রারের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৭শে আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গত তিন দিন ধরে ক্লাশ পরীক্ষা বর্জন করে আসছেন চুয়েটের শিক্ষার্থীরা।

আজ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। স্থানীয়রা জানিয়েছেন, ক্যাম্পাসে মিছিল চলার সময় প্রধান ফটকের বাইরে কিছু যুবককে লাঠি হাতে অবস্থান নিতে দেখা যায়। সেখানে পুলিশও মোতায়েন ছিল। রোববার ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন