শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মিসবাহ’র ভাবনায় অস্ট্রেলিয়া সফর

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অবসরের সিদ্ধান্ত দিয়েছিলেন আগেই। কিন্তু তাতে বাঁধ সাধে স্বয়ং পাকিস্তান ক্রিকেটের কর্তারা। এমন মধুর আবদারে তাই মত পাল্টান মিসবাহ-উল হক। এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার কথা ভাবছেন মিসবাহ। সেটাও নির্ভর করছে ফর্ম ও ফিটনেসের উপর বলে জানান পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক। আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বছরের শেষ নাগাদ অস্ট্রেলিয়া সফরে তারা। পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছিল আমিরাতে গত নভেম্বরে। ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল মিজবাহর দল। এরপরই অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মিসবাহ। কিন্তু পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান অভিজ্ঞ এই ক্রিকেটারকে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
গত জানুয়ারিতে পায়ের পিছনের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। চোট কাটিয়ে সেরে ওঠার ব্যপারে তিনি বলেনÑ ‘আমি ভালো আছি এবং আশা করি, ভবিষ্যতে এই চোট নিয়ে আর সমস্যা হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নিজেকে ঝালিয়ে নিতে এ সপ্তাহে শুরু হতে যাওয়া পাকিস্তান কাপে খেলবেন মিসবাহ। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১৪ জুলাই শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রস্তুতি সারতে এর আগেই ‘এ’ দলের হয়ে খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথাও ভাবছেন তিনিÑ ‘অলস বসে থাকা খুব কঠিন, কিন্তু আমি ইংল্যান্ডে সিরিজ খেলার ব্যাপারে মনস্থির করেছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন