রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কেন্দ্রীয় ব্যাংকের সাথে ইস্টার্ন ব্যাংকের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

দেশের শীর্ষস্থানীয় বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থায়ন সুবিধা (ওচঋঋ ওও) প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে। গভর্নরের উপস্থিতিতে গতকাল চুক্তিতে স্বাক্ষ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং আইপিএফএফ-২ এর প্রকল্প পরিচালক আহমেদ জামাল এবং ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়। আইপিএফএফ-২ প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় ৪০৩.৭০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ হিসেবে প্রদান করবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র আর্থিক খাত বিশেষজ্ঞ এ. কে. এম. আবদুল্লাহ, ইস্টার্ণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বৈদেশিক ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মো. ওবায়দুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন