রাজধানীর মিরপুরের দারুসসালামের বর্ধনবাড়ি এলাকায় বিলকিস আক্তার (৩২) নামে এক গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলÑ বাসার গৃহকত্রী সাহেরা বেগম (৫০) ও তার মেয়ে মারজানা সুলতানা রতœা (৩০)। গতকাল বিকেলে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিলকিসকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিলকিসের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম। সাহেরা বেগমের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
বিলকিস অভিযোগে জানায়, তিনি এক বছর যাবৎ ওই বাসায় কাজ করছেন। কাজে সামান্য ভুল হলেই গৃহকত্রী সাহেরা ও তার মেয়ে মারজানা তাকে মারধর করত। বিলকিস জানায়, তাকে সব সময় রুটি বেলার বেলুন দিয়ে মারধর ও গরম খুন্তি দিয়ে ছ্যাকা দিত তারা। গত ৬ আগস্ট বিকেলে তাকে গরম খুন্তি দিয়ে মুখে পিঠে ছ্যাকা দেয়া হয়। দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, বিলকিস গতকাল বিকালে বাসা থেকে পালিয়ে এসে থানায় মামলা করে। মামলা নম্বর ২৬। মামালার পরিপ্রেক্ষিতে মা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন