নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং পুলিশের ট্রাফিক সপ্তাহ শুরুর পর ত্রুটিপূর্ণ যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলার হার অনেক বেড়েছে। গত ৫ আগস্ট রোববার থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহে গতকাল ছিল ৭ম দিন। গতকাল সারাদেশে ১৬হাজার যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অন্যান্য দিনের মতো গতকাল ট্রাফিক সপ্তাহ যথাযথভাবে সমগ্র বাংলাদেশে পালিত হচ্ছে। এ অভিযানের মধ্যে দিয়ে ফিটনেস/ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত এবং অন্যান্য আইন অমান্যকারী যানবাহনকে আইনের আওতায় এনে আটক/জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশের ৬টি মেট্রোপলিটন এলাকা, ৮টি রেঞ্জ এবং হাইওয়ে রেঞ্জে ১১ আগস্ট শনিবার পর্যন্ত দেশের ৬টি মেট্রোপলিটন এলাকা, ৮টি রেঞ্জ এবং হাইওয়ে রেঞ্জে মোট ১২৯৮৭১ টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৪৬৭২৩ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময়ে সাড়ে ৪ কোটি টাকা বিভিন্ন আইনগত অনিয়মের কারণে জরিমানা আদায় করা হয়। এছাড়া আইনগত ব্যবস্থা হিসেবে ৩৭৭৭টি যানবাহন আটক করা হয়েছে। আগামী ১৪ আগস্ট পর্যন্ত এ ট্রাফিক সপ্তাহ চলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন