শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রাম স্টেশনে শেষ দিনেও প্রচন্ড ভিড়

ট্রেনের অগ্রীম টিকিট

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

অগ্রীম টিকিট বিক্রির গতকাল রোববার শেষ দিনে চট্টগ্রাম স্টেশনে ছিল উপচেপড়া ভিড়। ২১ আগস্টের টিকিট পেতে অনেকে শনিবার রাত থেকে স্টেশনে এসে অবস্থান নেয়। দীর্ঘ ১২ ঘণ্টার বেশি অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি যাত্রীরা। তবে ওইদিনের টিকিটের চাহিদা বেশি থাকায় প্রচন্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট ছাড়া ফিরে গেছেন অনেকে। স্টেশন ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রাম-চাঁদপুর রুটের এক জোড়া স্পেশাল ট্রেনসহ মোট ১২টি আন্তঃনগর ও এক্সপ্রেস ট্রেনের ৮ হাজার ৮১৩টি টিকিট রয়েছে। এর মধ্যে কাউন্টারে বিক্রি করা হয়েছে ৬ হাজার ৮৪৩টি। আগাম টিকিট বিক্রি কার্যক্রম শেষ হলেও নিয়মিত রুটের ট্রেনগুলোর টিকিট যাত্রার দিন বিক্রি করা হবে। এ ছাড়া সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা ট্রেন ছাড়া বাকি সব ট্রেনে যাত্রীদের অনুরোধে যাত্রা শুরুর আগে ‘আসনবিহীন টিকিট’ ইস্যু করা হবে বলে জানান স্টেশন ম্যানেজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন