স্পোর্টস রিপোর্টার : এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে উজবেকিস্তান যাচ্ছে চার ভারোত্তোলকসহ পাঁচ সদস্যের বাংলাদেশ দল। আজ ঢাকা ছাড়লেও আগামীকাল শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন গৌহাটি-শিলং এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সিমান্ত, ৫৮ কেজিতে রুপাজয়ী ফুলপতি চাকমা, ৬৯ কেজিতে রুপাজয়ী রোকেয়া সুলতানা সাথী ও ৪৮ কেজিতে ব্রোঞ্জজয়ী মোল্লা সাবিরা সুলতানা। দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন শাহরিয়া সুলতানা সুচি। সূত্রে জানা গেছে, এই এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপের ফলাফলের উপরই নির্ভর করবে আগামী রিও অলিম্পিকে বাংলাদেশের ভারোত্তোলকদের সুযোগ পাওয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন